২৫ জন প্রার্থীতা জমা দিয়েছেন ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে

এবার সোমবার ডেটলাইন বিকাল ৪টার মধ্যে সশরীরে ও প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিয়েছেন ২৫ জন প্রার্থী। প্রার্থী সংখ্যায় এবার দুইটি প্যানেলের বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। চূড়ান্ত পর্যায়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে এবার নেতা নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন ১ হাজার ৩৬৪ জন।

২৫ জন প্রার্থীতা জমা দিয়েছেন ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আবেদন করেছেন ২৫ জন। শেষবারের নির্বাচনে ৩১ জন আবেদন করলেও তিন প্যানেলে ভোটে সক্রিয় ছিলেন ২৭ জন। তবে এবার সোমবার ডেটলাইন বিকাল ৪টার মধ্যে সশরীরে ও প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিয়েছেন ২৫ জন প্রার্থী। প্রার্থী সংখ্যায় এবার দুইটি প্যানেলের বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। চূড়ান্ত পর্যায়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে এবার নেতা নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন ১ হাজার ৩৬৪ জন।

নির্বাচন সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে প্রার্থিতা জমা দেয়াদের মধ্যে রয়েছেন রিভেরি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার নিশা, বিজিডি অনলাইন লিমিটেডের শফিকুল ইসলাম, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উসওয়াত ইমাম, কিনলে ডটকমের মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, ক্লিন ফোর্স লিমিটেডের মোঃ তাশদিক হাবিব, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার, ইন্সট্র্যাক্টরি’র খোন্দকার রিফাত মোজাম্মেল হক, যাচাই ডটকমের আব্দুল আজিজ, টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সোরাব হোসেন, ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের মোঃ সাইদুর রহমান, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের মোঃ খায়রুল করিম অন্তু, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বরীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের খন্দকার তাসফিন আলম, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের মোহাম্মদ ইলমুল হক, শেয়ারট্রিপের কাশেফুর রহমান, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, ক্র্যাফ্টসম্যান সল্যুশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অর্পন কমিউনিকেশন লিমিটেডের মোহাম্মদ আব্দুল হক, বিক্রয়বাজার ডটকমের এস এম নুরুন নবী হাসান, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ই-সুফিয়ানের মীর সাহেদ আলী, ফোকাস ফ্রেমের মোঃ রুহুল কুদ্দুস ছোটন এবং নওরিন’স মিররের হোসনেরা নুরি (নওরিন)

এদিকে দুপুরে দল বেঁধে বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পরিচালক পদের প্রার্থিতা জমা দিয়েছেন ৯ জন। এরা হলেন- বর্তমান সভাপতি শমী কায়সার, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, খন্দকার তাসফিন আলম ও মোঃ ইলমুল হক সজীব এবং প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও সাবেক অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু। এছাড়াও নতুন মুখ হিসেবে দেখা গেছে নুরুন্নবি হাসানকে। জমা দেওয়ার আগে মনোনয়নপত্র হাতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল এবং ই-ক্যাব কার্যনির্বাহী কমিটির নির্বাচন বোর্ড প্রধান এবং বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমানের সঙ্গে ছবি তুলেছেন।

আরও পড়ুন:  নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে এরিকসনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

সূত্রমতে, বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন শিপন ও যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা বিদেশ থেকে নমিনেশন জমা দিয়েছেন। এই ১১ জন মিলে ফের ভোটে আসতে যাচ্ছে অগ্রগামী। এদের মধ্যে সর্বশেষ ভোটে প্রতিদ্বন্দ্বী চেঞ্জমেকার্স থেকে নির্বাচিত মোঃ ইলমুল হক সজীব ছাড়া সবাই গত বছরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত ‘অগ্রগামী’ দলে ছিলেন।

২৫ জন প্রার্থীতা জমা দিয়েছেন ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে

অপরদিকে গতবার চেঞ্জমেকারে থাকা তাসদীখ হাবীব ও মোহাম্মদ মোজাম্মেল হক সোহেল মৃধা এবার স্বতন্ত্রভাবে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন ই-ক্যাব প্রতিষ্ঠাকালীন সদস্য মীর শাহেদ আলী, হোসনেয়ারা নূরী নওরিন, রুহুল কুদ্দুস ছোটন এবং গতবারের ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আজিজ ও সাজ্জাদুল ইসলাম ফাহমি এছাড়াও ইকমার্স ইন্ডাস্ট্রি এর পরিচিত মুখ সৈয়দ উছওয়াত ইমাম সহ আরও অনেকে মনোনয়ন নিয়েছেন আবেদন জমা দেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে (৫ম তলা) এবারের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ওই দিনই সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৯ জুলাই হবে পদ বণ্টন।

২০২৪-২৬ ইক্যাব ইলেকশনে যে কোম্পানি গুলো থেকে মনোনয়ন নেওয়া হয়েছে

1. Reverie Corporation Ltd, 2. BGD Online Limited, 3. Xpress In Town Limited, 4. Keenlay.com, 5. Clean Force Ltd, 6. Mensen Media, 7. Instructory, 8. JaChai.com Ltd., 9. Technician Technology Ltd, 10. Digital Hub Solutions Ltd, 11. Diabetes Store Limited, 12. Pentagon International Limited, 13. Foodpanda Bangladesh Limited, 14. Daraz Bangladesh Ltd, 15. Paperfly Private Limited, 16. Sheba.XYZ (Sheba Platform Limited), 17. ShareTrip Ltd., 18. Dhanshiri digital Itd, 19. Craftsmen Solutions, 20. Arpon Communication Limited, 21. BikroyBazaar.com, 22. BreakBite, 23. eSufiana.com, 24. Focus Frame, 25. Naurin’s Mirror

SHARE

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।