অংশীদারিত্বের ভিত্তিতে ২০৪১ রূপকল্প বাস্তবায়ন করা হবে

রাজধানীর আমারি হোটেলে ডিজিটাল রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

অংশীদারিত্বের ভিত্তিতে ২০৪১ রূপকল্প বাস্তবায়ন করা হবে

আগামী ১৭ বছরের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন করা হবে। সরকার, একাডেমিয়া, শিল্প, এনজিও, আন্তর্জাতিক এনজিও এবং মিডিয়ার মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাজধানীর আমারি হোটেলে ডিজিটাল রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের অর্থনীতি হবে এক ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার। শুধু তাই নয়, আমাদের ৫০টি ইউনিকর্ন এবং ৫০ বিলিয়ন ডলারের আইসিটি শিল্প থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, আইটিইউর আঞ্চলিক পরিচালক (এশিয়া-প্যাসিফিক) অতসুকো ওকুদা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর প্রকল্প পরিচালক এবং এজেন্সি টু ইনোভেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ ভূঞা, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদসহ আরও অনেকে।

SHARE
আরও পড়ুন:  প্রতিটি স্কুলে হবে কম্পিউটার ল্যাব; আমরাও একদিন চাঁদে যাবো : প্রধানমন্ত্রী

সব খবর

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।