কোরবানির ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে বুধবার সচিবালয় পুনরায় খোলার পরেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিলো অনেকটাই কম। যদিও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা জানান, প্রথম কর্মদিবসে বেশিরভাগ কর্মচারীই অফিসে ছিলেন, কেউ হয়ত আসতে দেরি করেছেন।
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও সবাই ঈদের আনন্দে মেতে উঠেন। ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তবে একটু বেশি কর্মচাঞ্চল ছিল সচিবালয়ের চতুর্থ তলার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে। এদিনে সচিবালয়ের নবনিযুক্ত সচিব ড. মোঃ মুশফিকুর রহমানের সংবর্ধনা এবং আবু হেনা মোরশেদ জামানের বদলিজনিত বিদায় অনুষ্ঠান ছিল।
অনুষ্ঠানে দুই সচিবের হাতে ফুলের তোড়া তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে নতুন এবং বিদায়ী দুই সচিবই বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর মির্জা কামাল আহম্মদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাবিবুর রহমান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক তরুন কান্তি সিকদার প্রমুখ।